আমজনতার কথা যেন হারিয়েছে,
একদিন হবে পুরোপুরি শুনশান!
কারা যেন সব চুপিচুপি দেশ বেচে
শুনিয়ে বেড়ালো বিদ্বেষ ভরা গান।
সবার জীবন বিষ বেদনায় কাটে,
কোথায় লুকাবে লজ্জায় রাঙা চোখ?
ছায় ফেলেছিলে নিজেদেরই বাড়া ভাতে,
মানবিকতাকে দিয়েছিলে বন্দক!
লাভ কিছু হল আমি-আমি তুমি করে?
আগুন জ্বলছে নিত্য বাজার হাটে,
তুমিও এনেছ,আমিও এনেছি ঘরে,
শুধু কি আমার একার বক্ষ ফাটে?
হাহাকার টুকু জমিয়ে রাখছি কিনে,
জানিনা দেখার আর আছে কতো বাকি!
ক্ষিধেতো আসেনা কারও মুখ চিনে-চিনে,
আমরা তোমরা এক প্রাচীরেই থাকি।
জবরদস্তি ভেঙে দিল সম্প্রীতি,
টুকরো-টুকরো করে দেবে দেশটাকে!
চারিদিক ভরা অন্যায় দুর্নীতি-
ধ্বংসকে আজ হাতছানি দিয়ে ডাকে।