হয়তো আসবে কতো কলমের দরদিরা
আসুক যে কেউ,মুক্ত হবেনা পিঞ্জিরা
কারণ শঙ্খ বাজবেনা আর প্রভাত-সাঁঝের মেলায়!
কবিতার চোখে অশ্রু নেমেছে দরদর!
কবিতার বুকে বজ্র নিনাদ কড়কড়!
এক মহাপ্রাণ লুকিয়ে হাসেন প্রকৃতি বিষের খেলায়।
তোমার পাঁজরে জোর ছিল দেখি প্রতিবার
তোমার কলম গর্জান এক হাতিয়ার
সত্য বলেছ মাথা উঁচু করে জীবন আন্দোলনে,
যে প্রেমের পথ দিয়েছ দেখিয়ে ফুল হয়ে
সে ফুল যেন গো আকুল হয়েছে সবিনয়ে
তীব্র দহনে তোমাকেই ভাবি বিষাদপূর্ণ মনে।