সঞ্চয়
তুমি চলছ,
তুমি ছুটছ,
আমি চলবার পথ খুঁজছি,
ঘুম স্বপ্নের শত ধন্ধে ভালো-মন্দে সবই বুঝছি।
রোজ-রোজকার নানা গল্পে আমি লড়তে,
আমি হারতে,
মাটি মাখতে,খুন মাখতে ভালোবাসছি নিঃস্বার্থে!
সব ঠিকঠাক সব কক্ষে,শুধু দীনহীন এই আমরা,
কোটি-লক্ষে ভীড় বাড়ছে ভাঙা পাঁজরার জ্বলা চামরা।
তুমি থাকছ মহানন্দে,কতো প্রাপ্তি,কতো সম্মান,
তুমি জিতবে,তুমি বাঁচবে,তুমি গায়বে বিজয়ের গান।
তবু ভাবছি কে সে ভিন্ন?
একি জন্তু!কোথা জ্ঞান বোধ?
তবে কেন তার লাল চক্ষু নিতে চায়ছে কোন্ প্রতিশোধ?
তুমি ভুললে নিজ ইচ্ছায় একই রক্তের ইতিহাসকে,
দুর্বল ভেবে চেপে রাখলে মুক্তির প্রতি শ্বাসকে।
কোথা উল্লাস জমা রাখছ,কোন আকাশের কোন বক্ষে?
তুমি তুচ্ছ!
তুমি উন্মাদ!
তুমি করবে তাকে রক্ষে?