আমি প্রতারক!হে দয়াল প্রভু,আমি করি সদা ছল,
অবগুণ্ঠনে লুকিয়ে রেখেছি পাপী মুখমণ্ডল!
প্রতি মুহূর্তে তোমার করুণা আমাকে ডুবিয়ে রাখে,
তুমি তো জানোই এই বান্দা কি তোমাকে কখনও ডাকে?
অভিনয় করি প্রতিক্ষণে-ক্ষণে,যেন তুমি দেখছ না,
শয়তান হয়ে শয়তানি করি,হৃদয়ে কুমন্ত্রণা!
মিথ্যার সাথে সখ্যতা আর দম্ভের পরিসর-
বাড়াতে-বাড়াতে গড়েছি কলবে জাহান্নামের ঘর!
আমি ভুলে গেছি মৃত্যুর কথা,ভুলে গেছি কিয়ামত!
কোরান ছেড়েছি,ছেড়েছি নবীর মুক্তির সোজা পথ।
মানুষের কাছে ধার্মিক সেজে মান-ইজ্জত খুঁজি,
প্রতিবেশী যায় যাক মরে যাক,আমি আমার টা বুঝি!
কোথায় নামাজ,কোথায় জাকাত,দিয়েছি সিয়াম ছেড়ে,
বড়োলোক আমি হয়েছি ধরায় গরিবের হক মেরে।
পণের টাকায় প্রাসাদ গড়েছি,ঘুস দিয়ে চাকরি টা,
হাজিসাব্ আমি পরোয়া করি না,কাঁদুকগে মাতা-পিতা!
মোনাফেকসম লোক দেখানোর তত্ত্ব কথায় মানি,
এইবার তাই দেখনাই এক গরু দেব কুরবানি।
কতো ওয়াজিব জবাই করেছি প্রতিদিন-প্রতিরাতে,
বুঝতে পারি না অজ্ঞাতে হায় কপাল আমারই ফাটে।
কুরবানি হোক ভুল দিয়ে ভরা শত-শত পাপাচার,
কুরবানি হোক চিত্তে জমানো মিথ্যা অহংকার।
কুরবানি হোক স্বল্প কালের দেখানোর মত্ততা,
কুরবানি দিয়ে দেখি যেন মোর আলোকিত পথ কোথা।