চমৎকার,চমৎকার!
পরান্নভোজন করে যদি দিন যায় যাক তার।

কেউ দিয়ে গেল হাত ভরে,ব্যাস তাতেই সন্তুষ্টি!
সাধের এ দেশ যেন লজ্জা হারা মানুষের বস্তি।

লোভী চায়,শুধু চায় ভিক্ষা!আর চাওয়া কিছু নয়,
আগামী দেখে না ভেবে,
তাই নেই আগামীর ভয়।

নয়নের পর্দা টেনে হারামের ঘুম আসে চলে,
চুপ করে থাক্ সব!
তাদের কসুর কই,এই নিয়ে কেউ কথা বলে?

নোংরা লোভের নালায় সারি-সারি দিবসের ষণ্ড,
রাত যতো বেড়ে যায়,খুঁজে দেখে তার মেরুদণ্ড।
শিক্ষা গুলিয়ে পথ
বাস করে ভিক্ষার থালাতে,
একদিন অজান্তেই
ধরা দেবে পালাতে-পালাতে।

আমার ঝরুক ঘাম,আমি কাজ করি,ঘর বাঁধি,
তোমার কপালে লেখা
শ্রমহীন ভাতা আরও কতো ইত্যাদি ইত্যাদি।