জানো ঠাকুর কালের কলম মিথ্যা কথা কয়,
এটাই কাব্য,আর কি ভাববো!
এটা নিয়েই তুষ্ট থাকতে হয়।
ভুলিয়ে চলে তোমার বাণী,তোমার পরিচয়।

মনে পরে এমনি করেই পঁচিশে বৈশাখে,
তারা মিথ্যে করে ডাকে-
এই পঁচিশে বৈশাখে!
তোবড়া তাদের ও মুখ দেখে বুঝি অভিনয়!
তাদের আবেগ,তাদের কথা মিথ্যে মনে হয়।

তোমায় যারা ভালোবাসে,তুমি যাদের প্রতি শ্বাসে,
সারা বছর তাদের চোখে তোমার সুরাত রয়,
দেখি তাদের চলার পথে দুঃখ-সুখের সবুজ নীড়ে,
তোমার আলোর সকাল-সাঁঝের মনেরও মন্দিরে-
আজান হলে শঙ্খ বাজায়,একাত্মতার কুসুম সাজায়,
সেই মালা হার পরিয়ে বলে;কবিগুরুর জয়!