ছুঁয়েছিল তার
একমুঠো প্রেম,হাতকাটা সোয়েটার
তার পর স্মৃতি
মিছে কাঁদাকাটা
ভিতরে আবার ফাগুন উজান ভাটা
উড়ে আসে চিঠি।
তবে ভালো লাগে
ধূসর হৃদয়,আবার স্বপ্ন জাগে
যদিও সে ভুল
দুপুর অতীতে
এসেছিল কাছে কী যেন কী বলে দিতে
জানে ইস্কুল।
সব জানে বই
চিবানো কলম,টিফিনের হৈচৈ
বাড়ি ফিরে ভাত
সে দিনের থেকে
সে অনেক দূর চলে গেছে কথা রেখে
চোখ স্যাঁতস্যাঁত।
জীবনের গান
দড়িতে শুকয়,রোদে পোড়ে অভিমান
বাঁচবার হাটে
একলহমায়
বাতাস আমায় চুপিচুপি বলে যায়
সংসারী রাতে।