তুমি বলেছিলে সেই বসন্তের উদাসী দুপুরবেলা
হাত ধরে,আমাকে ধরার অধিকার না কি অন্য কারও নেই,
গাছে তখন সবুজ কচি পাতা,ফুল ফুটেছিল মেলা,
তবু ভয় ছিল দুরুদুরু প্রাণে,জানিনা কী কারণেই!
গহীন আঁধার রাত এলো,কোকিলের ডাক শুনি আরও জোরে,
আমি আর তুমি মুখোমুখি,আমার নয়নে চাপা-চাপা ঢেউ,
তর্জনী উঁচিয়ে,ছাদ ভাঙা প্রচণ্ড চেঁচিয়ে,ঘৃণা ভরে
সেই তুমিই বলেছ,আমরা একে অপরের নই কেউ!
বহুদিন পর আজ সেই কোকিলের গানে তেমনই দুপুরে
আমি আছি অন্যজন হয়ে,এখন নতুন ঘর,
এখানে শিমুল ছড়িয়ে রয়েছে সমস্ত হৃদয় জুড়ে,
ফুটে আছে পূর্ণিমারচাঁদ মাথার উপর |
এখানেও রাত হয়,তবু আঁধার কালোয়
জীবনের পথ গুলো দেখতে শিখেছি,চালিয়ে নিতে পারি,
মোটামুটি বলে কিছু নয়,বরঙ্চ ভালোয়,
শুধু নেই কোন ভিতরের ছোঁয়া আর গাজোয়ারী |