আমারে তো কেউ বাসেনা গো ভালো
এই ধরনীর পরে,
পারি নে কো হতে কারো প্রিয়তম,
হৃদয়ে আগুন জ্বলে ঘন-ঘন!
ব্যাকুল হয়েছি পলাশের সম-
গিয়েছে সদাই ঝরে!
মাটির ধুলায় মূর্ছিত হই,
প্রতিক্ষণে অনাদরে,
আমারে তো কেউ বাসে না গো ভালো
এই ধরনীর পরে।
আমার আকাশ হতাশ কালোয়,
রাঙেনি প্রভাত রবির আলোয়!
রাত আর দিনে বুঝিনি প্রভেদ
বন্দী ব্যথার ঘরে,
কুহেলিকা মাঝে লুকায় নিজেকে,
সকলের থেকে সরে,
আমারে তো কেউ বাসে না গো ভালো
এই ধরনীর পরে।
আশা করে-করে আজ আশাহত,
সময় করেছে বারে-বারে ক্ষত!
হয়েছি নিঃস্ব হৃদয় কে খুঁজে
বেঁচে আছি আধমরে!
প্রেমের সুরায় বাতুল হয়েছি
জীবনের প্রান্তরে,
আমারে তো কেউ বাসে না গো ভালো
এই ধরনীর পরে।
সুবাস ভরিয়ে কতো ফোটে ফুল,
হিল্লোলে ভাসে সাগরের কুল!
কতো দুই জনে কতো না স্বপ্নে
তাদের জীবন ভরে,
দেখি একা শুধু হয়ে পরাজিত,
প্রেমের সঙ্গে লড়ে,
আমারে তো কেউ বাসে না গো ভালো
এই ধরনীর পরে।