নিরাশ তুফান তুলে অসহায় করে জীবন আমার,
মনে হয় যেন আজ এক্ষণে সময় হয়েছে থামার।
দেখেছি নয়নে শুধু ঘন কালি ছায়া,পথের সম্মুখে-
বেদনা গড়েছে ঘর,প্রশান্তি হারাই খাঁখাঁ মরু বুকে!
জানিনা হবেকি ফেরা স্বপ্নের বন্দরে আশার মেলায়,
মোর আগুন নিভেছে,সে কোন্ উপায়ে পিদিম জ্বালাই!
নোঙর ফেলেছি বহু অতল গহীনে কিনার সন্ধানে,
বিস্তীর্ণ ফেনিল কোলাহলে পরাজিত একাকী সাম্পানে।
বাতাসের সাথে কতো যুগ বয়ে চলে ঘুরপাক খায়,
শ্রান্ত হয়ে বারেবারে ফিরে আসি ঠিক একই জায়গায়।