কান্না খুঁজি,আমার ভিতর মেঘ জমা,
অশ্রু করুক হরেক ফোটার তরজমা |

অনেক কথার জলছবিতে চাঁদ কুড়াই,
এমনি করেই সূর্য ডোবে,দিন ফুরায় !

তাদের ও মুখ কোন্ ঠিকানায় অন্তরীন ?
শব্দ হারা আমার সকল রাত্রিদিন |

তাদের গায়ে কলকে ফুলের গন্ধ পাই,
দূর-বহুদূর অন্ধকারে হারিয়ে যায় |

স্মৃতির ঝড়ে মেঘ গুলো আজ আষাঢ় হোক,
মুশলধারায় দিক ভিজিয়ে শুষ্ক চোখ |