রাত হলে এক রূপ,দিন হলে অন্য,
লজ্জায় লজ্জিত আমি এই জন্য।
কখনও বা কাঁদি আমি দুঃখের পরশে,
হাসি যবে,শুধু হাসি প্রাঞ্জল হরষে।
হিংসায় জ্বলে মরি হাঙ্গামা ভরিয়ে,
ঘৃণা চোখে চেয়ে থাকি সব ভালো সরিয়ে!
ভালো-ভালো কথা বলি,পশ্চাতে মন্দ,
বিশ্বাসী হয়ে ফের করে চলি সন্দ।
ঝগড়াটে কখনও বা হয়ে উঠি ক্রুদ্ধ,
ঘটনার মূল তুই,থাকিস রে শুদ্ধ!
যন্ত্রের মতো আমি শুধু তোর কারণে,
যত বলি ছেড়ে দে না,শুনবি না বারণে!
উড়ে-উড়ে সরে গেলে,বাঁধে কার সাধ্য?
দাস হয়ে বেঁচে আছি,তোর কাছে বাধ্য।
কেউ তোকে মন বলে,কেউ বলে চিত্ত,
তোর এই ফাজলামি সয়ে চলি নিত্য।
তোর দোষে দোষী করে মানুষেরা আমারে,
ওরে মন কথা শোন্,দুষ্টুমি থামা রে!
স্বপ্নের আসমানে নিয়ে যদি চললি,
মাঝ পথে ফিরে যাস্,মিছে কেন বললি?
জীবনের ময়দানে প্রলোভন দেখিয়ে,
শেষ বেলা চলে গেলি কাঁচকলা ঠেকিয়ে।