তোমাদের খেলা নিয়ে হোক মাতামাতি
আমি রোজ খেলা করি জীবনের মাঠে
তোমাদের আছে জানি তরমুজ পার্টি!
জামা টা বদল কর নিজেদের সাথে।
শুরু আর শেষ হবে করমর্দনে
আমি তো হারিয়ে যাই অনামীর ভিড়ে!
ক্ষিধে নিয়ে ফিরে আসি শোকাহত মনে
বাঁধ ভাঙা ঢেউ ওঠে নয়নের তীরে!
ঘুম নেই রোজ রাতে সকালের ভয়ে
কী জবাব দেব বল সন্ধ্যার কাছে?
তোমাদের কী বা যায় জয়-পরাজয়ে!
এইদিক গেলে ঠিক ওইদিক আছে।
কেউ কি শুনেছ হীন-বেকারের দাবী?
দাবিয়ে রেখেছ সদা তুমি লাঠিয়াল!
অভিনয় দেখি আর তোমাদের ভাবি
বেকার-গরীব হলো খেলবার ঢাল!
অমানুষ মিছিলের দুন্দুভি বাজে!
উন্মাদ হয়ে গেছে ভোট উৎসবে
চেনা-চেনা মুখগুলো শত্রুর সাজে
খেলা হবে রক্তের,জোর খেলা হবে!
তোমরা খেলবে খেলা,জোর খেলা হবে!