জীবন একটা মেঘ,প্রশান্তির খোঁজে উড়ে চলে,
অবিরাম দাঁড় টেনে শ্রান্ত একদিন ঝরে পড়ে!
ও মেঘের ব্যথা বোঝেনা কেউ কখনো এতটুকু
কিংবা জিজ্ঞাসা করেনা কী স্বপ্ন দেখেছিল অন্তরে!
যদি তার শব্দ শোনো,দেখ আগুনের ঝলকানি-
হারিয়ে যাবার আগে ঘন আঁধার পশ্চিম কোণে,
তবে জেনো,এ তার প্রতিবাদ হাসার আকাঙ্ক্ষায়!
থাকতে চেয়েছিল সে ভালোবেসে প্রেমের বন্ধনে।
মেঘ হয়ে গেল বৃষ্টি সমস্ত অতীত বক্ষে ধরে,
কিন্তু সেখানেও নেই কোনো ঠাঁই সাগরে মিলিয়ে,
শত আশার আকাশে একমুঠো অধিকার চেয়ে
আবার বাতাস ভর করে নিজেকে দিলো বিলিয়ে।
পরাভূত হব জানি,মরীচিকা হোক তবু ছুটি,
জীবনের পথে-পথে এ যেন মেঘের অনুভূতি।