ভিতরকারের কথা গুলো আলোর কাছে হারায়,
আমরা তখন জোর গতীতে সামনে দু' পা বাড়াই।
চলতে থাকি বলতে-বলতে জেতার জন্য আমি,
আবার যখন আঁধার নামে,নীরব হয়ে থামি।
হাজার ভিড়ে ভিড় ঠেলে মোর লক্ষ্যে দীপ্ত নয়ন,
তখন সবই যাই ভুলে যাই আহার-নিদ্রা-শয়ন!
জিততে হবে আলোয় দেখা কৃত্রিমতার পথে,
চিহ্ন যেন রাখতে পারি যুগের ভবিষ্যতে।
হাজার বছর চলল যারা,চলছি আমি তেমন,
চলতে গিয়ে কোনও দিনও মন করেনি কেমন!
অন্ধ রাতের নির্জনতায় তাকাই চতুর্দিকে,
সারা দিনের বাঁচার লড়াই লাগে পানসা-ফিকে।
তখন কেবল হয় মনে হয় শান্তি কোথায় আমার?
লক্ষ্য নিয়েই ছুটছি শুধু,লক্ষণ নেই থামার!
শুনলাম না মনের কথা একটুখানি হলেও,
ভালোলাগা,প্রেম-প্রীতি নেই জীবন ধরে চলেও।
দিনের আলোয় লড়াই চলে অচিন ভিড়ের মাঠে,
রাতের লড়াই এক্কেবারেই নিজের মনের সাথে।
তফাৎ দেখি আঁধার-আলোর গহীন অনুভূতির,
মনের চোখের জলে ভেজে ভাবুক মনের কুটির।
প্রভাত কালে নিয়ম মতোই মনের আলো নেভে,
লড়াই তবু থামছে কোথায় মনের কথা ভেবে?
এতো ভিড়েও ভিড় দেখিনা দিনের বাস্তবতায়,
ভিড় তো বাড়ে ঘুম হারানো আঁধার ঘনঘটায়।