লড়াই যখন জাত-বে জাতের,
জাত গরিমায় বন্দী সে,
জাত মারা যার ধর্ম-কর্ম,
কেমন ধরায় পায় দিশে?
অন্ধকারের গহীন গুহায়
চোখ মেলে আর চোখ বুঝে,
আন্দাজে এই অন্ধ মানব
কোন'সে জাত কে পায় খুঁজে?
জাত দেখি চল্ জাত ঠিকানায়,
জাত কারিগর সন্ধানে,
জাত কারবার আসমান ছোঁয়,
কোন্ খেয়ালের বরদানে?
কোন সে আশায় বিষ দিয়ে মন,
মারিস ছোবল কাল্ ফণা!
জাত বিভাগের অন্দরে তুই
দেখলি কি জাত যন্ত্রণা?
কোন্ কিতাবের কোন্ সে পাতায়,
এমন বিধান রয় পড়ে?
সেই ভগবান,নয় ভগবান,
দেখতে পেলেই মার্ ধরে!
জীবের শ্রেষ্ঠ মানুষ যখন
দেখায় করুণ জাত খেলা,
চল্ নিয়ে চল্ মৃত্যু এবার,
আয় কিয়ামত এই বেলা।