তুমি বলেছিলে সবারে যাবে চেনা,
তাই ছুটে গেছি জীবন বন্দরে।
দূর থেকে দেখে বোঝা ঠিক যাবেনা,
মুখে এক আর ভিন্ন অন্তরে!
আপন সন্ধানে আমি গেছি ছুটে,
তারা উড়ছিল মেঘ ডানায় মেলে।
আমিও চেয়েছি এক টুকরো ছুঁতে,
তাও বয়ে গেছে একা আমায় ফেলে!
বহু যুগ ধরে খুঁজছি পৃথিবীতে,
আমার সমাধি আদমের পাশেই।
আমি মরে যাই খবর নিতে নিতে,
আমি বাঁচি জানবার উচ্ছ্বাসেই।
ক্লান্তি আসুক তবু ছুটবো আমি,
না পাওয়ার মাঝে কিছুও চেনা যায়।
কেউ যদি বলে এ এক পাগলামি!
তাকে বল,আমি পাগলা হতে চাই।