কেউ বলে চক্রান্ত না,
সীমা অতিক্রান্ত না,
নিজেই এবার নিজের ভুলে
চিত্তকে দিক সান্ত্বনা |
বুঝলে ভিটেই আন তো না,
বাড়তি বোঝা টানত না,
তখন নাকি তাদের খবর
ঘুণাক্ষরেও জানতো না!

এমনও পাষাণ তো না,
সমাজ ব্যতিক্রান্ত না,
সাধুর মতো আত্মত্যাগী,
পাপের দোষাক্রান্ত না |
আমার কথা ভ্রান্ত না,
বললে তবু মানতো না,
সেই অবধি শ্রান্ত না-
যতক্ষণে করতে পারে
সবারে আক্রান্ত না!

গলায় মালা দিয়েছিলে
সঠিক সিদ্ধান্ত না |