টাক তার চকচক,
মাথা খানি চ্যাপটা,
চট পট বাক্যের
কথা সোজা সাপ্‌টা।

অর্ধেক চোখদ্বয়
করে থাকে বন্ধ,
কাব্যের খুব শখ,
লেখেনাক মন্দ।

ঘর ময় বই তার
থাকে সাথে-সঙ্গে,
তার ন্যায় কেউ নেই,
যত খোঁজো বঙ্গে।

অন্যায় দেখলেই
হাড়ে-হাড়ে ক্ষিপ্ত,
সত্যের রাস্তায়
সদা থাকে তৃপ্ত।

সুন্দর,মখমল,
খোলা মেলা চিত্ত,
লোকজন হৈ-চৈ
লেগে আছে নিত্য।

রোদ হোক,জল হোক,
আসে যদি ঝঞ্ঝা,
ইচ্ছার দেয় দাম,
করে চলে মন যা।

আড্ডায় রোজ যায়,
জমে ওঠে সন্ধ্যে,
বড়্ দার দিন-রাত
কাটে মহানন্দে।
----------
(ধিন ধিন ধিন ধিন
তা তা তা তা ধিন তা)