কিছু পশু দল বেঁধে এদিকে-ওদিকে বসে থাকে,
তারা একসাথে মুখ উঁচু করে ঘেউঘেউ ডাকে।
ওদের বোঝালে কিছুকিছু আমাদের কথা শোনে,
তবু জানি ওরা অজ্ঞ,তাই (কিন্তু) জমা আছে মনে।
যদি কোনোদিন তারা ছুটে আসে আমার দিকেই,
হয়তো সেদিন আর পালাবার কোনো পথ নেই!
একেবারে সামনা-সামনি!ওদের ধারালো বিষদাঁত,
বীভৎস গর্জন,নেই এতটুকু উপায়!অর্থাৎ -
ছিঁড়েখুঁড়ে একেবারে রক্তারক্তি,বুক ওঠে-নামে;
আঁধার রাতের বেলা,জামা ভিজে কপালের ঘামে!
ঠিক তখনি আমার ব্যাগের ভিতরে রাখা রুটি-
ছুঁড়ে দেব। গল্প শুরু,আহা কী দারুণ অনুভূতি!