মদ্য পানে স্বাস্থ্য হয়, শরীর থাকে ভালো
হবে চাঙ্গা, মাথা ঠান্ডা, পাকা চুল কালো
এই যে তরল, নয়কো গরল, ভিটামিন এটা
এসেছে যুগ, উঠেছে হুজুগ, খাবে বাপ বেটা।
ডাক্তার আর দেবে না ওষুধ দেবে যে বিলিতি মদ
বোঝে না তা বুড়ো খোকা সবাই ওরা বদ
কাটবে ক্লান্তি, আনবে শান্তি, গড়বে হস্তরেখা
ঘুচবে দুখ, মিলবে সুখ, স্বপ্ন দেশের দেখা
মদের ঘোরে মদের জোরে যেখানে সেখানে পড়ে
মনে হবে আছ সুখে যাচ্ছ ঘোড়ায় চড়ে।
কাঁকর গুলো তুলো হয়ে দেবে গদির সুখ
হবে রাজা দেবে সাজা ফুলিয়ে তোমার বুক
ঝোপ গুলো সব বাগান হয়ে ডাকবে হাতটি নেড়ে
মাখবে মাথায় মাখবে গায়ে গোবর গুলো কেড়ে
এমন হেন সুধা রে ভাই নেই কো যে তার জুড়ি
আসল যা আসল তা বাকি সবাই নুড়ি।