আমার জীবন তোমার পরশে ভরা,
তুমি না রয়লে রয়না মন তোমায় ছাড়া |
ঢুলু ঢুলু চক্ষুতে চক্ষু মেলিয়া দেখি,
সর্বব্যাপী আমি তোমার পরশই খুঁজি |
কিন্তু আমি পায়নি খুঁজে কিছু
শুধু ব্যৰ্থতার গ্লানি হতাশা করে আমার জীবন খানি |