কি নিদারুণ প্রকৃতির সাজ মাতৃ ভারতভূমি।
তোমার চরণে ঠাই লইয়া রয় সমস্ত প্রানি,
সুখের দিশা হও কখনো,
আবার যনন্ত্রায় কাতর,
জন্ম থেকে মৃত্যু রয় তোমারই মাতৃক্রোড়ের উপর।
সবকিছু যেন মনে হয় এক খেলাঘরের ঠিকানা,
যেখানে আমরা থাকি বিলম্বের খেলনা।
সারাদিনের ব্যস্ততা কর্মরত ভাবে,
দিবস-রজনি পার হয়ে যায় তাহার মাঝে মাঝে।
এই ভাবেই শেষ হয়ে যায় আমাদের জীবনখানি,
তবুও তাহার মাঝে অনেক কিছু করি।
ঘর-বাড়ি,টাকা-পয়সা সবই রবে এই পৃথিবীর বুকে,
কিন্তু এই মানবজীবন বেশিদিন থাকবে না
এই মাতৃক্রোড়ে!
সেইদিন এই খেলাঘর হবে বিলীন
আবার নতুন করে শুরু হবে
এই খেলাঘরের নতুন খেলার সাথী।