সেদিন হিটলার মুখে শুনেছিলো সবাই সাম্যবাদের কথা , সেদিন নেপোলিয়ান চোখে দেখেছিলো সবাই স্বাধীনতার কিচ্ছা । আর অন্যদিকে পুঁজিবাদী সব ভীমরতিদের দল এক এক করে দখল করল আমার পৃথিবী !
তখনও সেই শিশুটার জন্ম হয়নি , গর্ভবেদনায় ব্যথিত ছিল তার মা । তখনও চাঁদের আলোটা পূর্ণিমার আশা খুঁজে পায়নি । তারই মাঝে নতুন জেগে উঠা চর পাবার আনন্দে ভাটি আর উজানের সংগ্রামী জনতা একত্রিত হয় , ছুরি মারে একে অপরের দিকে । চর পাবে কারা ? ভাটির লোকগুলো বড় দুঃষ্কর মাটি কামড়ে পড়ে আছে , আর উজানে উত্তাল জোয়ার হানে প্রতিটি ক্ষোভ ।
আমার দেশ স্বাধীনতা পেলো , আমি স্বাধীন দেশের লোক , স্বাধীন আমার স্বপ্নের রং আর তার সাথে সেই স্বপ্নের ”প্রতীত” র পাখা ।
রচনাকালঃ ৫ই শ্রাবণ , ১৪২১
বিঃদ্রঃ অনেকদিন আগে লেখা এই টানাগদ্য কবিতাটি আজ আসরে দিলাম , কারন মনে হলো বর্তমান সামাজিক পরিবেশের সাথে এ কবিতাটা অনেক মামানসই