ইসলাম
কাফিরের বুকে খঞ্জর হেনে আঁকি তাদের চোখেতে নার্ ,
এই রক্তে বুঝি তাহারাত বেশী, হবে পুলসিরাতের সওয়ার ।
কচি বুকের মাতম শুনি বায়ে, ডায়ে দেখি চকাচক্ তলোয়ার,
সামনে আমার ময়দান খোলা ইনসাফের - দে তলোয়ারে ধার !
তবে কে মোমিন সাচ্চা ঈমান ভুলে - জপ করে নামটি আল্লাহর !
চারিদিকে সব মুরতাদ হল নাকি ? তাহলে আমি বন্ধু তবে কার ।
আমি / অানুষঙ্গিক
পাকা রাস্তাটায় আমার হেঁটে চলা - কোন হাত ধরা পথিকের মত নয়
আমি একলাই হেটে চলি - বিবর্ণ মানব নামের এই জটিল সংসারে
যেখানে এই ছয়পদের কবিতাগুলো ভুল করে বেছে নেয় ছন্দ বা তাল
ওরা ভুল করেনা, ভুল করে আমার দেখা সকাল, বিকাল, সন্ধ্যাল
তাই গাছের পাতা আঁকড়ে ধরতে চাই, চাই সবুজ হয়ে যেতে হঠাৎ
আমি বন্ধু তবে কার ? ঐ গাছের পাতার, নাকি এই রাস্তার ?
(সমাপ্ত)