প্রকৃতি
যোজনে বাঁধিছ বিজনে কাঁদিছ - বন্ধু ওগো আমার
নীড়ের পাখিরা দূর দূর করে - আমি বন্ধু তবে কার
তানিমার ছায়া কী যে মাখা মায়া – হাজার পাতার হার
সেখানেই শুয়ে ভেবে একগুঁয়ে - আমি বন্ধু তবে কার
বটগাছ তলে লুকোচুরি ছলে – তুমি হও তারকার
আর তাই হেরি বলে বনহরি - আমি বন্ধু তবে কার
সুর
যুথিকার বনে নুপুরের তানে - সুর তুমি বালিকার
আর তার হাতে জোছনার রাতে - আমি বন্ধু তবে কার
আমি তো দেখিনি ওহে বিদেশীনি – কানে দুল মল্লিকার
তবু ভাবি তোরে লয়ে যাব দূরে - আমি বন্ধু তবে কার
হয়ত কাঁদিতে ভুলেছি ”রবী”তে – শত সুর বাঁধিবার
জলেতে নাইবে গানটি গাইবে - আমি বন্ধু তবে কার
#রবীন্দ্র সাহিত্য আমার চােখে প্রকৃতি আর সুরের এক অপরূপ খেলা, আজ তাই সে ভাবে লিখলাম ।