সমাজ

যত পাপিয়া রজনীর মদচোখে খেলা করে হাহাকার
এই প্রেমহীন পৃথিবীতে - আমি বন্ধু তবে কার
কত উচ্ছ্বাস উন্মাদবেশী যাযাবর হয় বারেবার
ঐ প্রিয়ার চুড়ির ছন্দে - আমি বন্ধু তবে কার
হাজার কুল হতে বিতারিত নারী তুমি হও শতবার
জালেমের লাঠি আলেম চিনে - আমি বন্ধু তবে কার


প্রগতি

মঙ্গললোকে উড়ে চলে নবধারা সন্নাসী হাজার
নেশায় মাতিয়া গগণ তাতিয়া - আমি বন্ধু তবে কার
"যন্ত্রশিরা" ভুল করে করুক তবে রক্তশিরায় যে পাহাড়
ওরা নাকি কাঁটা খুনি লাল খুনে  - আমি বন্ধু তবে কার
রাস্তায় পিচ পরে নীল রাঙা পরতে গড়ে পারাপার
তাদের চোখেতে চোখ সরে আমার - আমি বন্ধু তবে কার



# "আমি বন্ধু তবে কার" কবিতাটি পর্ব ভাগ করে লিখলাম।
আজকে দিলাম "নজরুল পর্ব" যেখানে চেষ্টা করা হয়েছে কবি নজরুল ইসলামের নিজস্ব কিছু বিশেষ পরিচিত সাহিত্য শব্দের ব্যবহার করার ।
আশা করি ভাল হয় নাই !!!

"যন্ত্রশিরা"= computer (এটা আমি বানাইছি)