সাগর তোরে হেরি, তুই কি কভু নারী?
নাকি পুরুষ তবে- নামের শক্ত ভবে
শ্বাশত নদীধারী- সমুদ্র, জলেশ্বরী!
পুরুষ রয়ে গেলে- সাতসমুদ্র ছলে
তের নদী যে কন্যা, নারী-শুচি-অপর্ণা
তোরই ঘাড়ে পরে, পুরুষ করেছে তোরে
আর সেই জ্বালায়, ঢেউ গুজে ফেনায়

তোর পূর্ব পুরুষ, হোক মহা পুরুষ
তুই নারীই হবি, বলে এ 'ন্যাটা-কবি'
এত শত নদীরা, রূপসীনি মদিরা
হতে পারে রূপেতে, তোর কী কম তাতে?
চারিদিকে তমসা, তোর তীরে ভরসা
বিস্তৃত এ সৈকতে, আঁখি জুড়ায় 'খ'-তে
তুই যে মনধর  , বাংলার সাগর

রচনাকালঃ ৭ই ভাদ্র, ১৪২১


আজকের আলেচনা সভায় প্রকাশিত লেখাঃ
অমিত্রাক্ষর থেকে- বাংলার সিরিজ
http://www.bangla-kobita.com/786/post20140822063958/