মনটা খারাপ ক'দিন, গুনে দেখি ঠিক- ন'দিন
হপ্তাটা হলো নাকি পার! ন'দিন ছিল হাহাকার
আজ কাব্যহত্যার পণ, করেছে আমারই মন
তাই কলম ছেড়ে খোদ, হাতেতে নিলাম কীবোর্ড
ধুমধাম হয়েছে শব্দ, অভিধান ছিলনা স্তব্ধ
মাথায় ছিল যত ভুল, সব ছেড়ে পাতার কূল
নিজেদের ভাসিয়ে তুলে, যান্ত্রিক এ পাতার চুলে
এটাই তো দেখছে সবে, অন্তর্জালের ছায়াভবে
আর ভাবছে বুঝি ছন্দ, এ কাব্য- নদিনের গন্ধ!
ছিল না মনের দুয়ারে, ছিল যে সাগর জোয়ারে
আমারই মনের সুখ, কিছুদিন হল ভাবুক
তাই দুঃখরা খুব করে, জ্বালিয়েছে মাথাটা ধরে
আজ এ কবিতার দলে, লিখি ছলে-বলে-কৌশলে
দুঃখের আছে কোন নাম? বাদ দিয়ে ঐ জাহান্নাম
তবে তার নাম দিলাম, আমি-তুমি আর নিলাম
এ "তুমি" স্বপ্নের জাল, নারী নয়- হাতের মাল
আর "নিলাম" হলো সুখী, মন-বাজারে হই দুঃখী
বাকি থাকি "আমি"-আনাড়ি , কবিতায় বসাই ছুরি
রচানকালঃ ৬ ই ভাদ্র, ১৪২১