দরদর করে বেয়ে পড়া ঘামে ভিজিয়ে উঠেছে জামা ,
তার মাঝে শুনি মুখে ফুটে উঠে কেবল আল্লাহ নাম ,
পাশে ফিরে দেখি সেই বদনে নাই কোন ক্লান্তির ধাম ।
শুধুই সুখের ছটায় ভাসে কোরানের প্রতি তকমা ।
শুনে মনে হয় সে সব যেন আলোর প্রতিটি লোকমা ।
এত সুন্দর, এত মধুর হায়, আবৃত্তির যেন জাম ,
কানে বারেবারে ধ্বনিত রজনী শানিত সুরের দাম ,
আকারে-প্রকারে স্রোতের ধারায় হাসছে আয়াতনামা ।
হায় গো আল্লাহ দিল-খোলা , শোন আমার বুকের জ্বালা -
আমিওতো চাই তাদেরই মত বুঝতে তোমার বাণী ,
তবু যতটুকু পড়ি সুরে, তত বুঝ বুঝি থাকে দূরে ।
তবু পড়ে যাই কথা বলতে পারা- আমি যে বিশ্বকালা ,
মিটাতে আমার বুকের জ্বালা- দাও রহমতের পাণি ,
ভরিয়ে দাও এই ক্বলবরে তোমারই অধীন নূরে ।
(২০ অক্ষর)