বন্ধুত্ব - এই শব্দটা এলো কোথা থেকে ?
বন্ধুতা - হলে কী তবে ভাল ছুটে যেত ?
বান্ধব - বান্ধবী মিলে হোক এ সম্পর্ক ।
দূরত্ব - কখনও কি থাকে ঐ বন্ধুত্বে ?
ঘনিষ্ট - হতে ঠিক কত সময় লাগে ?
লঘিষ্ট - হয়ে গেছে হয়ত না জেনেই !
দিবস - ভাগ করি তাই বন্ধুর তরে ,
অবস - সম্পর্কে বুঝি জোড়াতালি ধরে ।
আলাপ - হল ঠিক কত সেকেন্ড ধরে ।
প্রলাপ - হয়েছে কী ? টের পাইনি কেউ !
বিলাপ - আজকের দিনে কখনও না ।
কাহিনী - কতভাবে উঠে এলো কথায় ,
মোহিনী - হল সবার স্মৃতিকাতরতা ,
স্মৃতিরা - জীবিত হল আবার নবান্নে ।
( ৩+১১ = ১৪ অক্ষর )