খুব নাকি ভুল হয়ে গেছে !
ভাবছি বসে ভুলটা এবার কোথায় ?
ভাবতে ভাবতে ধোঁয়ায় ছুটে আমার মরুভুমি ;
সেই মরুর তরে নদীর চরে আকাশ দেখা দেয় ।
আকাশে কোন মেঘ ছিলনা , ছিলনা আঁকা স্মৃতি ,
ভেসে উঠে চিকন গড়ন চাঁদ ।
ঐ চাঁদকে এবার বলতে শুনি -
আনন্দ হোক ভাগ !!
আমার আনন্দ তো আমার মুখে জাবড়ে লেগে আছে ,
কিন্তু আমার সীসার ওপাশটায় ,
দেখি হাড়গেলা কঙ্কাল !
ঐ কঙ্কালেরে আমি কোন পারলাম দিতে মাত্রা ,
মুষ্টি ভরে দিয়ে দিলাম ”সাদাকাতুল ফিতরা” ।
এটাই আমার ভুল !
আমার গায়ে সুতির জামা , মাথায় শ্যাম্পু চুল ,
ছন্দহীন এই আমার বুকে যত্ত ছাতামাথা !
সব ঢেলে দিয়ে বুঝি ঈদগাহে ছুটে দাড়ি-কমাহীন কবিতা ।
রচনাকালঃ ১৩ই শ্রাবণ , ১৪২১