১.
ণেহের ণাল ,
ণাম্বাএ ণইতলেতে ;
ণ-তে ণালিক ।

২.
তােমার তটে
তিক্ত তাদের তনু
ত তক্তপােশ !

৩.
থই থাপ্পড় ,
থমথমে থুতনি ;
থার্মোমিটার ।

৪.
দয়া দাম্ভিকে !
দাতা দরদি দ্বারে ,
দায়ে দণ্ডিত ।

৫.
ধরায় ধকল ,
ধড়ফড় ধরনী ,
ধর্মীয় ধ্যান ।

৬.
নক্ষত্রলােকে ,
নওরােজ নক্সায় ,
নখদর্পন ।

...................................

### 'ণেহ' শব্দটি এসেছে 'স্নেহ' থেকে ; সম্ভবত এই শব্দটি কালিদাস পরবর্তি সংস্কৃত কবিদের এক বিশেষ সংযোজন ।
ণাল = হরিণ
ণাম্বাএ = নেমে আসা , অবতরন করা , পড়ে যাওয়া ইত্যাদি  
ণই = নদী
ণইতলেতে= নদী তটে / নদী তলেতে
ণালিক = বন্দুক

পুরো হাইকুটের অর্থ দাড়ায়
'ণেহের ণাল ,
ণাম্বাএ ণইতলেতে ;
ণ-তে ণালিক । '

> স্নেহের হরিণ
>নদী তটে পড়ে যায়
>কারন বন্দুক