১.
আমি মহারাজা বেশে, পদে পদে হেসে, হেরি অনন্তের নির্ঘণ্ট,
এ আমি আসলে আমি নই, আমার চিন্তা-কর্ম-কাণ্ড,
আমায় ভালবাসে বারবার,
যত ইতর, পাগল, বাটপার!
আমি নিজেকে নিজেই মহান বলেছি, বাকি সবাই বলেছে ভণ্ড।

২.
আজকে আমার শুকনা বুকে, কষ্ট সুখে তোমরা আঁক ব্যাথা,
আমার কোলে নিঝুম ঘোরে ঘুমায় আমার মাতা,
কেউ ডেকো না জোরে!
মা আছে ঘুমের ঘোরে,
সেই ঘুমে যে চির নিদ্রা- জানে কি কেউ ? জানলে হতাম দাতা!

৩.
কিছুটা ছাড়তে চাইনা আমি, এ আমার সিংহাসন,
আমি মহারাজা, তবু পড়ে আছি ফকিরের বসন,
তোরা এখনই ভাগ তবে,
এখানে আমার শাসন হবে,
আমি তো চুপচাপ ধ্যান বসে আছি-মনে যুদ্ধ করে ত্রাসন!