এরা কী মানবজাত না চাইতে দেয় লাথ !
চোখ আছে আমারও কান আছে আমারও ,
তবু আমি শুধু শুনি দানবের প্রতিধ্বনি ।
আর সুখী সে জনতা সুখে ভুলে মানবতা ,
তারা শোনে না তো কিছু ভানে বোঝে সবকিছু ,
রক্ত কান্না দেখে শত তাই বুঝি মস্তি-রত ,
এদেরই দূরবীণ খোঁজ করে প্রতিদিন -
যাতে তারা সুখ পায় , বাকি সবাই পস্তায় ।
তাই আমাকেই বুঝি নিতে হবে সব খুঁজি ,
নিতে হবে ভাল-মন্দ নাহয় খানিক দ্বন্দ ।
তবু হারাতে চাইনা যা চাই তা তো পাইনা ,
যা মেলে সব অলীক - আমি কী তবে মল্লিক !
যত কথা হবে মুখে ক্ষয় হবে তত দুঃখে ।
আমার মনের আশা দিন-রাত খেলে পাশা ,
কোনো কিছু মানেনা যে জ্বালা দেয় প্রতিভাঁজে ,
তাই আমি বোকা শক্ত - নাক থেকে পড়ে রক্ত !
উৎসর্গঃ সুদূর গাজা-য়