দূর চোখে দাড়িয়ে , কলমটা নাড়িয়ে ,
ভাবুক মারা গালে , আড়ালে আবডালে ,
মাথা চিন্তায় ভরা , হৃদয় সুখে হারা ,
তাইতো চুপিসারে , বসে কলম-ঘাড়ে ,
না জানিয়ে কেউকে , খাতাটা আছে ”ওকে” !
আমি লিখছি যা তা , ভরে উঠছে খাতা ,
কবিতারা এভাবে , জেগে উঠে স্বভাবে ।
(এ কবিতার খাতে , ডুব মেরেছি সাতে ।
সনেট ভাবে যারা , অভাবে আছে তারা ;
এখানে যে অক্ষর , শুধু অমিত্রাক্ষর ।
মনে হয় মিলছে , ছন্দ ধরে কিলছে ,
আসল ছন্দ শক্তি , পর্ব-তে সব যুক্তি ,
এখানে অন্ত্যমিল , অলীক গালে তিল ,
ভাব জাগে তরঙ্গে , ছন্দ নাচে মৃদঙ্গে ।)
রচনাকালঃ ১লা শ্রাবণ