এটা নয়তো সনেট , কেবল বুলেট ;
জাগে মিলহীন ছন্দ , শব্দে শব্দে দ্বন্দ ।
এটা বানালো ভাই কে ? পুছো সবাইকে ।
ঐদিকে আঙ্গুল যাবে , দেখলে চিনিবে ;
দত্ত নামধারী তিনি , লেখা পুরো চিনি !
'শবদে শবদে' কেয়া ? ভেসেছিল খেয়া ।
অমিত্রাক্ষরেই লয় , আট আর ছয় ।
যতই তার বিস্তৃতি , জাগে ব্যাজস্তুতি !
আমি ধার করা ছন্দি , দত্ত ছন্দে বন্দি ।
তাই যতখানি লেখি , সবটাই মেকি ।
ছন্দে আমি দ্বীনহীন , বেদুঈনা বীণ ;
তাই আমাতে কৃত্রিম - মুরগীর ডিম !
ঝোলা ভাই পুরো খালি , দেয়া চোরাতালি !
মাতাল আমি - হে মত্ত , গুরু তাই দত্ত ।
রচনাকালঃ ২৬ শে আষাঢ় , ১৪২১ ।