এদের দিলেই হল , গপাগপ খায় ,
যত দিবে তত খাবে , খেতে বাঁধা নাই ,
না দিলেই যে খবর , বাঁধাবে মাথায় ।
এবার যে প্রশ্ন এল - খাবার কে খেলো ?
এদের দিকে আঙুল (ভয়ে তারা চায় ),
মাথা নাড়ে বারবার , তারা খায় নাই !
তবে ভাই খেলো টা কে , আজব ভুত হে !
ইফতার মনে করে , সাবাড় করেছে !
তবারক ছিল সেটা - গরীবের মাল ,
খেলো চেঁটে বড়লোকে , গরীব দালাল !
তারা ধনী - মধ্যমণি , না জানে আকাল ।
তবু দোষ ঘাড়ে পড়ে , গরীবের ঘরে ,
লাথি খায় যেই বেটা , সেই আগে মরে ,
আর যার দোষ নাই , সে যে কান ধরে ।
……………………………………………………………
>>সনেটের ধরন – (৮+৬)= ১৪ অক্ষর
>>অন্ত্যমিলের ধরন – অনিয়মিত রীতি
>>অন্ত্যমিলের বিন্যাস – ক খ ক । গ ক খ । ঘ ঘ । ঙ ঙ ঙ । চ চ চ