জনাব হাসান ইমতি সাহেব
আপনার অবরোহী পঞ্চদশ-এ র বারোটা বাজালাম
১থেকে ১৫ এর মাথা পর্যন্ত আপনি এখানে পাবেন অক্ষরবৃত্তকে এবং জোড়- বিজোড় অন্ত্যানুপ্রাস ।
হা হা হা
খুব মজা লাগল লিখতে
এ কবিতাতে আমি সাজালাম এভাবে ______
##দিল তো আমাকেই (অবরোহী পঞ্চদশ)###
কে ?
ছিল -
পাশেতে ।
চুমু দিল ,
লাল গালেতে ;
মন কেড়ে নিল ,
কী দারুন তালেতে !
আমা' মাঝে বোকা ছিল ,
ভাবে হাত রেখে গালেতে ।
আমাকে সে কী এমন দিল ?
মন টা যে চায় উড়ে পালাতে ।
কে দিল, কেন দিল, কী জন্য দিল ?
না জানে এ মন , পড়ে আছে জ্বালাতে ।
কেন পাশে সবে ? বুকে হাত রেখে ছিল !
আমাকেই চাপ দেয় আকাশেতে পালাতে !
http://www.bangla-kobita.com/786/post20140705034815/
ব্যাকরণগত ক্রম বিন্যাসঃ
প্রথম চরন = ১ মাত্রা , অন্ত্যানুপ্রাস "এ" ধ্বনির
দ্বিতীয় চরন = ২ মাত্রা , অন্ত্যানুপ্রাস "ল" ধ্বনির
তৃতীয় চরন = ৩ মাত্রা , অন্ত্যানুপ্রাস "এ" ধ্বনির
চতুর্থ চরন = ৪ মাত্রা , অন্ত্যানুপ্রাস "ল" ধ্বনির
পঞ্চম চরন = ৫ মাত্রা , অন্ত্যানুপ্রাস "এ" ধ্বনির
ষষ্ঠ চরন = ৬ মাত্রা , অন্ত্যানুপ্রাস "ল" ধ্বনির
সপ্তম চরন = ৭ মাত্রা , অন্ত্যানুপ্রাস "এ" ধ্বনির
অষ্টম চরন = ৮ মাত্রা , অন্ত্যানুপ্রাস "ল" ধ্বনির
নবম চরন = ৯ মাত্রা , অন্ত্যানুপ্রাস "এ" ধ্বনির
দশম চরন = ১০ মাত্রা , অন্ত্যানুপ্রাস "ল" ধ্বনির
একাদশতম চরন = ১১ মাত্রা , অন্ত্যানুপ্রাস "এ" ধ্বনির
দ্বাদশতম চরন = ১২ মাত্রা , অন্ত্যানুপ্রাস "ল" ধ্বনির
ত্রয়োদশম চরন = ১৩ মাত্রা , অন্ত্যানুপ্রাস "এ" ধ্বনির
চতুর্দশমত চরন = ১৪ মাত্রা , অন্ত্যানুপ্রাস "ল" ধ্বনির
পঞ্চদশমত চরন = ১৫ মাত্রা , অন্ত্যানুপ্রাস "এ" ধ্বনির
আশা করি আপনার এই কাব্যহত্যা করিয়া আমি অন্তিম সুখের মজা পাইয়াছি । আপনার কি মত??