লোকটা বড্ড পাগল , কথাই শোনে না ,
এতবার বলে ওরা ,সে পিছু ছাড়ে না ,
একটু সরুন দেখি , রাগে বলে তারা ।

এবার বুঝি লোকটা , কষ্ট পায় বুকে ,
হয়ত অন্তরে ঢের , কিছু ফুটে মুখে  ,
আদরেতে ডাকে বাবা , হাত নেড়ে সুখে ।

(বাবা তো আমার আছে , তুমি আমার কে ?
আবারও বাবা বলে , ভণ্ড ফকির হে ! )

লোকটা মুচকি হাসে , কষ্ট পেলে কাশে ।
ভণ্ড হতে চায়নি সে , কে জানে তা পাশে ?
তাই চলে যায় দূরে , কি অলীক ত্রাসে !

সন্তান নেই যে তার , দোষ বুঝি এটা
ডাকে না তারে যে বাবা , না সে ডাকে বেটা !
শুধু হাত পাতে দ্বারে , খায় শত খোটা ।

……………………………………………………………
>>সনেটের ধরন – (৮+৬)= ১৪ অক্ষর
>>অন্ত্যমিলের ধরন – অনিয়মিত রীতি
>>অন্ত্যমিলের বিন্যাস – ক ক ক  । খ খ খ । গ গ । ঘ ঘ ঘ । ঙ ঙ ঙ