"ধন্য সভ্যতা!
যে সত্য তুমি মানতে পারোনা তাকে পাপ নাম দিয়েছো?"
তবে তো আমি চরম পাপী!
যে অসভ্যতায় আমার বিচরণ ,
তারই প্রতি তীরে -
ধাক্কা খেয়ে হাজার সাগর ঢেউয়ে ,
আঁচড়ে পড়েছি শত প্রবালের গায়ে ।
হে সভ্যতা -
এবার তুমি তার কি নাম দেবে ?
এ যদি কোন সত্য না হয়ে থাকে ,
তবে আমি এর নাম দিলাম বাস্তবতা ।

এতদিন এত মানব জনম ধরে ,
যার হাত ধরে আজ তুমি হে - সভ্যতা ;
তার কি কোন কারন আছে ?
যদি নাই থাকে ,
তবে চেয়ে দেখো -
কতখানি দুঃখ থাকলে বুকে ,
ঢেউ এত ক্ষোভ নিয়ে আঁচড়ে পড়ে তীরে ।
..............................................................
(আমাদের কবি আবু সঈদ আহমেদ নাকি কিছু কবিতা হারিয়েছেন
>তাই আমার পক্ষ থেকে তাকে এই ছোট্ট উপহার!!
> এখানে ("")চিহ্নবদ্ধ বাক্যটি কবি আবু সঈদ আহমেদ কতৃক উদ্ধৃত  http://www.bangla-kobita.com/abusayeed/post20140603025328/?s=published)