১.
কোথায় নদী ,
চারদিকে যে দুঃখ ,
মনেতে ঢেউ !
২.
চোখটা খোল ,
দেখ কালো আকাশে
সুখি সূর্যকে ।
৩.
কে হেরে গেল ,
যারা জিতবে বলে -
পণ করেনি ?
৪.
গাছের পাশে –
বাঁশঝাড় ; পাখির -
সুরেলা গলা ।
৫.
আমি চশমা -
চোখে কবিতা লিখি ;
এতো অন্যায় ।
৬.
কষ্ট সাগরে
ভাসিয়ে সুখটাকে ,
তারা যে দুঃখী ।