হা , এবার এক দারুন কবিতা হবে !
কি ? ভাবছেন হয়ত মজা নিচ্ছি আমি ?
না ; এক কথায় এবার হবে সনেট !
অঁ , এতদিন কি সনেট লিখেছি তবে ?
হা , ওগুলো কেবল সনেট - ছায়া জানি ।
থ , এবার সবাই খাবে তাজা বুলেট !
ন' , হতে পারে আমি বদ্ধ-নেড়া পাগল ,
ঐ - দূরে বাধা আমার কবিতা ছাগল ।
খ , আকাশের আরেক ভুল করা নাম ,
তো ! অভিধানে এখনও রয়েছে ঠিক ,
ওঁ , তাহলে দেখি ব্যবহার করা যায় !
ছি ! এই কবিতাটা পুরোই হল "বাম",
তো ? আবোল - তাবোল লিখলে সেটা ধিক !
হা , কেউ এবার সনেট শিখতে চায় ?
.................................................................................
>>সনেটের ধরন-( ১+১৩ = ১৪অক্ষর)
>>অন্ত্যমিলের ধরন : - অনিয়মিত রীতি
>>অন্ত্যমিলের বিন্যাসঃ ক খ গ । ক খ গ । ঘ ঘ । ঙ চ ছ । ঙ চ ছ ।