আমি তো অন্ধ আর , কবির মাঝে কোন -
”বিশেষ ধারা” এর , বা পার্থক্য দেখিনা ;
যা দেখি তা কেবল , একাত্বতার সুর ।

অন্ধ যখন খোঁজে – নীল পাখির মন ,
কবি তখন কানে , শোনে সেই মুর্ছনা ,
দেখে অন্ধ যেমন , কবিও তাই – দূর ।

দুজনেই সমান , উপলব্ধিটা করে -
শুধু আবেগ থেকে , আন্দাজে হাতড়িয়ে ।

তবে বাঁধা কোথায় ? আলাদাই কীভাবে ?
চমকে উঠে অন্ধ – উত্তরটা খুঁজতে ।
উত্তর পায় কিন্তু , বলতে সে পারেনা ।

কবি বড় বিচিত্র ! কি হাতালো কে জানে ?
শুধু চমকে দিল , হঠাৎ সবাইকে ।
কারন এ তো কবি ! – না বুঝিয়ে ছাড়ে না ।
.................................................................................
>>সনেটের ধরন-( ৭+৭ = ১৪অক্ষর)

>>অন্ত্যমিলের ধরন : - অনিয়মিত রীতি

>>অন্ত্যমিলের বিন্যাসঃ ক খ গ । ক খ গ । ঘ ঘ । ঙ ঙ খ ।ঙ ঙ খ ।