১.
আমি উদাস বলে , ওরা নির্বাক -
কথা বলেনা মুখে , কান্ড অবাক !
তবে তাই ভেবে ,
সেই নন্দিনী বুকে ,
এঁকে দিল শত বর্বর আশার খোড়াক ।
২.
এ পাতা জানে না কত নির্মম জীবন হতে পারে ,
পাতা তো কেবল গাছের ডাল থেকে ঝড়ে পরে ।
আর আমি - পরাজিত ,
তাদেরই মত বঞ্চিত ;
শুধু ঝড়ে গেছে যে পাতা সেই জানতে পারে ।
৩.
হয়তবা ছাতা হাতে ভুলে যেতে চাই বৃষ্টি পরার কথা ,
হয়তবা সবে চকলেট কিনে হাত থেকে ফেলে দেয়া ;
যত চাওয়া ছিল ,
সব ঝড়ে গেল ,
এই জ্বর গায়ে আদরে লেগে থাকে মায়ের নকশী-কাঁথা ।