১.
হেরি উন্মাদ ,
এলোমেলো কুন্তলে ;
পড়ে বাদল ।

২.
ক্ষেপেছে বিশ্ব ,
তাড়াবে সকলেই -
কুচক্র – ত্রাস ।

৩.
এসব ভুল ,
কিছুই ঠিক নয় ;
আবার ভুল ।

৪.
রাস্তার যত -
কাঁদা – কাঁটা , সবাই
আমার বন্ধু ।

৫.
তারা মানুষ ,
তবু খেতে পায়না ;
আমরা পাই ।

৬.
ছায়ার তলে -
বসে আছে শ্রমিক ,
ছায়া পোহাবে !