১.
বৈঠা ছাড়া নাও ভেসে যায়
নাওয়ের উপর কিচ্ছু নেই
ঢেউ ছুটছে এদিক-ওদিক
বাতাস বহে এমনিতেই

২.
নৌকা তুমি জানো না জানি
তবে আমার মনটি তোমার মত
তোমার গায়ে যতগুলো ফুটো
আাম গায়ে ঠিক তত ক্ষত

৩.
ভাসছো হে তরী জলের তোড়ে
আমি ভাসি কল্পনায়
তুমি নাহয় ঠেকবে তীরে
বলতো আমি কোথায় যাই

৪.
ঢেউয়ের বাণী বাতাস জানে
পানি জানে মাছের
বজরা তুমি কিসের প্রতীক
সভ্যতা নাকি কাঁচের

৫.
ভাসলে তুমি হাসলে তুমি
ঢেউয়ে মাথা রেখে
আমিতো কেবল মন ভেলাতে
ভাসছি থেকে থেকে


রচনাকালঃ ৪ঠা চৈত্র , ১৪১৯