আমরা সবাই এবার জোট বেঁধেছি । সবার হাতেই আছে নিজস্ব তাসের পেটি । এবার চল খেলি । সবার হাতের পেটিগুলো নিয়ে উড়িয়ে দেব আকাশে । আর সব আকাশের রং হবে লাল কিংবা কালো । লালে মিশে থাকবে চমকিত ভালবাসা , আর কালোতে কেবল ধাঁধা । সে ধাঁধায় মিশবে চমক । সেই চমকে তাড়িত হয়ে সবাই নিজ নিজ পছন্দকে বেঁছে নেবে । কেউ বাছবে সুখ , কেউবা দুঃখ আর বাকিরা অজানা বেছে হারিয়ে যাবে সীমাহীন মরুপথে ।
এবার জমবে খেলা ! আমি তো আমার সুখটাই দেব , দুঃখ কখনও নয় । কারন দুঃখগুলো সবসময় আমাকেই ব্যথা দেয় । আর যারা দুঃখ দেবে , হয় তাদের হাতের মাঝে কোন সুখ পড়েনি ; তবে আমার পড়ল কি করে ? সে কারন জানে - যাদের হাতে অজানা পড়েছে রাজা , রাণী কিংবা গোলামের বেশে । এবার সবাই অজানা ছুঁড়বে , কারন সুখ-দুঃখের পালা এ তাসের টেবিলে খতম । হাত তো খালি হয়ে গেল ! আর টেবিলে পড়ে রইল সেই সীমাহীন সব আকাশের ছুঁড়ে দেয়া তাসগুলো ।
রচনাকালঃ ৭ই জ্যৈষ্ঠ , ১৪২১