এ আকাশের তীব্র রোদ , বুকে হানা দেয় কাক ফাঁটা পাল তুলে । তখনও কেউ চান করেনি , খাওয়া হয়নি দুপুরের ভাতটা । এরই মাঝে মৃত্যু শত আশাহীন কবরে লোকমা হয়ে যাত্রা করে পেটে । ধীরে ধীরে আকাশে কালো মেঘ জমে । ক্লান্তিহীনতার মানে যেখানে অবিরাম কাজ করে যাওয়া , সেখানে দুপুরের তপ্ত হওয়া ধুলোগুলো বেদনার গান গায় । চান করা হয়তবা হয়ে যাবে কিন্তু ওরাতো এখনও ভাত খায়নি , ওদের মুখে ভাত তুলে দাও । মানবতা কখন ফিরবে কে জানে ? তবে মানুষ হতে দোষ কি ?
রচনাকালঃ ৪ঠা জ্যৈষ্ঠ , ১৪২১