শুরু করছি তারই নামে , যিনি পরম করুণাময় ;
অতি দয়ালু তিনি আল্লাহ , একক স্রষ্টা যত সৃষ্টির ।
কেবল সমস্ত প্রসংশা , এই প্রতিপালকের তরে ;
জগতসমূহের তিনিই – মালিক ; রহিম , রহমান ।
মালিক তিনি ঐ দিবসের , যেখানে প্রতিফল সবার ।
আমরা শুধুই আপনার - ইবাদত করি , আর চাই -
সাহায্য ; করি প্রার্থনা শুধু , কেবল আপনারই কাছে ।
প্রদর্শন করুন আপনি , পথ সহজ-সঠিক ময় ।
শুধু তাদের পথে যাদের , অনুগ্রহ দিয়াছেন ভরে ।
কিন্তু তাদের পথেতে নয় , চিরকাল নিপতিত যারা -
আপনার বর্ষিত গযবে । এবং সেই সকল , যারা –
পথ চলতে গিয়ে হয়েছে , কঠিন ভ্রষ্টতার শিকার ।
(হে প্রভু সদা করুণাময় , আমরা সবচেয়ে অধম ;
তবু তুলেছি হাত আশায় , এ দোয়া যেন কবুল হয় । )
.................................................................................
>>সনেটের ধরন-(২০ অক্ষর)
>>অন্ত্যমিলের ধরন : - অনিয়মিত রীতি
>>অন্ত্যমিলের বিন্যাসঃ ক খ গ ঘ খ ঙ গ ক গ চ চ খ ছ ক
....................................................................................
>> আজকের সনেট কবিতাটি আল কোরআনের সুরা ফাতিহা এর অনুবাদ; এ সম্বন্ধে বিস্তারিত আড্ডায় প্রকাশ করা হল ।